UFO বাংলাদেশে কেন আসে না?

এলিয়েন বাংলাদেশে কেন আসে না? UFO (Unknown Flying Object) নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। UFO কে ভিনগ্রহের প্রাণীদের (এলিয়েনদের) যান বলে মনে করা হয়। অনেকেই UFO দেখেছেন বলে জোর দাবি করে এসেছেন বহুবার ভিন্ন ভিন্ন এলাকা থেকে। যেখানে এলিয়েন যে আছে তারই কোনো শক্ত প্রমাণ নেই আবার সেখানে এলিয়েন যে নেই তারও কোনো প্রমাণ আমাদের হাতে নেই।বিভিন্ন মানুষ, বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা এলিয়েনদের অস্তিত্বের ব্যাপারে যুক্তি খন্ডন করেছেন বিভিন্ন ভাবে। এতে করে কৌতূহলী মানুষের আগ্রহ যেন আরও বেড়ে গেছে। এজন্যই প্রায় অধিকাংশ মানুষই বিশ্বাস করে থাকেন যে এলিয়েনের অস্তিত্ব আছে এবং তারা বহুবারই অদ্ভুত, অপরিচিত ধরণের কিছুতে (UFO) চেপে আকাশে ঘুরে বেড়ায়।


UFO এর ঘোরাঘুরি, Crash Landing, তাদের অস্তিত্ব প্রভৃতি নিয়ে যে সকল দেশ মাতামাতি করে তাদের মধ্যে আমেরিকার যুক্তরাষ্ট্র (USA) অন্যতম। সম্প্রতি তারা UFO এর কিছু ছবি ও ভিডিও ফুটেজও সবার কাছে উন্মুক্ত করে দাবি করে যে তারা UFO দেখেছে (তথ্য সূত্র)। এসব ভিডিও বা ছবির সত্য মিথ্যা যাচাই এর চাইতেও যে প্রশ্ন আমাদের মাথায় সবার আগে আসে তা হচ্ছে। এসব Alien, UFO বারবার যুক্তরাষ্ট্রেই বা কেন দেখা যায়? তারা এতো গুলো দেশ রেখে বারবার USA-তেই কেন যায়? বাংলাদেশে কি তারা আসতে পারে না? নাকি এগুলো সব ভন্ডামী? যদিও এখনও পর্যন্ত ভীনগ্রহী প্রাণীদের অস্তিত্বের কোনো প্রমাণ আজও মেলেনি। তবুও বিজ্ঞানীরা এই ভেবে আশাবাদী যে, এতো কল্পনাতিত বিশাল মহাবিশ্বে কি শুধু আমরাই একা? নিশ্চয়ই কোথাও না কোথাও এদের অস্তিত্ব থাকতে পারে। বিজ্ঞানীরা নানা বিচার বিশ্লেষণ করে তাদের অস্তিত্ব থাকার অনেকটাই গ্রহণযোগ্য সম্ভাবনা প্রকাশ করেছেন। এগুলো নিয়ে তৈরি হয়েছে বিনোদনের জগতে বিভিন্ন কাল্পনিক চরিত্র, তৈরি হয়েছে Alien, UFO নিয়ে বিভিন্ন SCI-FI সিনেমা, কার্টুন। কিন্তু এতোসব অনেকেই নিছক অবাস্তব বলেই উড়িয়ে দেন। ভীনগ্রহের প্রাণীদের অস্তিত্বের ব্যাপারেই প্রমাণ দূর্বল। তার উপর ভিত্তি করে UFO এর দেখা পাওয়ার বিষয়টি তো আরও ক্ষীণ। Alien, UFO যদি থেকেই থাকে তাহলে তাদের বারবার যুক্তরাষ্ট্রেই দেখা পাওয়ার পেছনেও বেশ কিছু কারণ রয়েছে। এই সম্ভাব্য কারণ গুলো কিন্তু ঐ Alien দের অস্তিত্বের দূর্বল প্রমাণের উপর ভিত্তি করেই নির্মিত। প্রথমত, আপনি কোনো নতুন এলাকায় বা বাড়িতে গেলে যদি অনুসন্ধানী মনোভাবের হন তাহলে নিশ্চয়ই সবচেয়ে সুন্দর, আকর্ষণীয় বা উন্নত যায়গাকে উত্তম যায়গা হিসেবে নির্বাচন করবেন। কেননা তাতে করে সে যায়গার অনেক কিছুই আপনি তুলনামূলক সহজে জানতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন। যদি এমন কোনো যায়গায় এসে থাকতেও চান সে ক্ষেত্রেও তাই। আপনি সর্বদাই উত্তম কিছু নির্বাচন করবেন। তদ্রুপ Alien দেরও যেহেতু বুদ্ধিমান প্রাণী হিসেবে মনে করা হয় এবং এও মনে করা হয় যে তারা কৌতূহলবশত এ পথিবীতে আসে আমাদের সম্পর্কে জানতে, সে হিসেবে তাদের আসলে যুক্তরাষ্ট্রেই আসার সম্ভাবনা অনেক বেশি। 


তার কারণ হলো বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্র উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। তারা প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা ও জ্ঞান বিজ্ঞানে অনেক এগিয়ে। আমরা এটাও জানি যে, তারা সারা বিশ্বে প্রায় সকল দেশের উপরই ঠিক এই কারণেই প্রভাব খাটায়। বুদ্ধিমান প্রাণী হিসেবে Alien-রা তাই বারবার যুক্তরাষ্ট্রকেই টার্গেট করে থাকতে পারে। এজন্যই UFO বারবার যুক্তরাষ্ট্রেই দেখা গেছে বলে এমন খবর শোনা যায়।

দ্বিতীয়ত, UFO যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই দেখা গেছে এমনটি কোথাও বলা নেই। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ যেমন জার্মানি, রাশিয়া প্রভৃতি বিভিন্ন দেশেও বহুবার UFO দেখা গিয়েছে বলে এরকম তথ্য রয়েছে।(তথ্যসূত্র)

তৃতীয়ত, মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্র অনেকটাই এগিয়ে। উন্নত প্রযুক্তি দ্বারা তারা সর্বদাই সবকিছু পর্যবেক্ষণ করে থাকে। তাই UFO আসলেও তাদেরই চোখে ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এতোক্ষণে যদি যুক্তরাষ্ট্রেই UFO দেখা পাওয়ার বিষয়টি যৌক্তিক মনে হয় তবুও প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকেই যায়। বাংলাদেশে UFO কেন আসে না? এর উত্তর উপরের দৃষ্টান্ত থেকেই বোঝা যায় অনেকেটা।

আমরা এতোটুকু নিশ্চয়ই জানি যে জ্ঞান বিজ্ঞানের চর্চায় ও প্রতিযোগিতায়, প্রযুক্তিখাত, সামরিকখাত, শিক্ষাখাত প্রভৃতি নানা দিক দিয়েই আমরা অনেকটাই পিছিয়ে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের তুলনা করলে অনেক ব্যবধান। যাই হোক, এমনটা হতে পারে যে আমরা আমাদের অবস্থানের কারণেই হয়তো Alien দের বিচারে নির্বাচিত নই। 


আমাদের কাছ থেকে জানার মতো তেমন কিছু হয়তো নেই তাদের, হয়তোবা তাদের প্রয়োজনের মধ্যেই আমরা পারি না। নাহয় কিছু থাকলেও তার চাইতে অনেক ভালো কিছু অন্য যায়গায় আছে যা তাদের প্রয়োজন। বিষয়টি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়। বাংলাদেশের মতো যতগুলো দেশ আছে সবার ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক একারণেই হয়তো UFO (যদি থেকেই থাকে) আমাদের কাছে আসে না।

আবার আরেকভাবে চিন্তা করলে UFO আমাদের দৃষ্টিগোচর না হওয়ায় উৎকৃষ্ট কারণ পাওয়া যায়। আমাদের কাছে হয়তো তেমন উন্নত কোনো প্রযুক্তিই নেই যার দ্বারা UFO আমাদের দৃষ্টিগোচর হবে বা আমরা তাদের দেখতে পারবো। কোনো এক রাতে এরা আপনার আমার বাড়ির উপর দিয়ে উড়ে গেলে আমরা তো টেরই পাবো না। আবার অনেকের কাছে দৃষ্টিগোচর হতেও পারে আর তারা এটাকে তেমন পাত্তাই দেয় নি, দেখেও হতে পারে খেয়াল করেন নি, অথবা UFO কি সেটা জানেনই না! তাই বলে বাংলাদেশে যে কখনোই আসে নি এমনটা নয়। আসতেও পারে।

অতএব এতো বড় মহাবিশ্বে ভীনগ্রহের প্রাণী থাকতেই পারে। থাকলে তারা তাদের ইচ্ছা, প্রয়োজনে যে কোনো স্থানেই আসতে পারে। তারা তো আর বাংলাদেশ নিয়ে ভাবে না, ভাবলে ভাবে পুরো পৃথিবী নিয়ে এবং নির্বাচন করে যুক্তরাষ্ট্রের মতো উত্তম কোনো দেশ বা স্থান। তাই “UFO কেন বারবার যুক্তরাষ্ট্রেই দেখা যায়?” “এলিয়েন বাংলাদেশে কেন আসে না?” – এ যাবতীয় - প্রশ্নগুলো নিতান্তই অবান্তর।

UFO আছে নাকি নেই, কোন দেশে আসলো আর কোনটায় আসলো না, কে ভন্ডামি করে বা কেন নাটক সাজায় আর কে সাজায় না এসব বিতর্কের চাইতেও গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আগে আমাদের শতভাগ গ্রহণযোগ্য প্রমাণ দরকার ভীনগ্রহী প্রাণীদের অস্তিত্বের ব্যাপারে।

তার চাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে আমাদের উচিত মহাবিশ্ব সম্পর্কে জানতে বেশি বেশি করে বিজ্ঞান চর্চা করা, প্রযুক্তির ব্যবহারে সবার চাইতে তার চাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে আমাদের উচিত মহাবিশ্ব সম্পর্কে জানতে বেশি বেশি করে বিজ্ঞান চর্চা করা, প্রযুক্তির ব্যবহারে সবার চাইতে এগিয়ে থাকার চেষ্টা করা। আমরা চাইলেই এমনটা করতে পারি। আমাদের দরকার শুধু বিজ্ঞান চর্চায় আগ্রহ। আর Alien, UFO বিষয়ক SCI-FI সিনেমা, কার্টুন প্রভৃতি অবাস্তব হলেও এগুলো থেকে আবিস্কারের আগ্রহ ও সৃজনশীলতা বৃদ্ধি পায়। পাশাপাশি অনুপ্রেরণা, উৎসাহও পাওয়া যায়।

তারপরও যদি একই প্রশ্ন করেন, “এলিয়েন বাংলাদেশে কেন আসে না?” তাহলে বলবো, “এদেশে এসে ওরা কি বিপদে পুড়বে নাকি? এদের দেখলেই তো আমরা জীন ভূত বলে প্রচারণা চালাবো, হাতের নাগালে পেলে পিটিয়ে মেরেই ফেলবো, ধ্বংসাবশেষ গুলো চড়ামূল্যে বেচাকেনা করবো.. এই ভয়েই তারা আসে না। আমাদের দেখা দেওয়ায় সাহসও করে না! XD"

আপনার কি মনে হয়? UFO-এর দেখা পাওয়ার বিষয়ে আপনার মতামত কি?

বন্ধুরা আশা করছি আজকের এই সম্পূর্ণ আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। পোস্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ রকম আরও আর্টিকেল পড়তে আমাদের Sci-Tech Daily Blog টি ভিজিট করুন এবং Subscribe করে রাখুন।

Blog Link             : https://sciencetech26.blogspot.com/
Facebook Group : https://www.facebook.com/groups/230864208943355
Facebook Page    : https://www.facebook.com/scitechdaily26
Instagram            : https://www.instagram.com/scitechdaily26/
Twitter                 : https://twitter.com/SicTechdaily2
Pinterest              : https://www.pinterest.com/scitechdaily26/
YouTube              : https://www.youtube.com/channel/UC3hypIzJcpwRoBuToQzoeUg

Comments