The Mars Oxygen In-Situ Resource Utilization Experiment |
প্রশ্ন হলো, মঙ্গলের বুকে অক্সিজেন উৎপাদন করা গুরুত্বপূর্ণ কেন? এর বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, মানুষ ভবিষ্যতে মঙ্গলে পৌঁছালে এই অক্সিজেন ব্যবহার করতে পারবে। তখন পৃথিবী থেকে অতিরিক্ত অক্সিজেন টেনে নিয়ে যাওয়ার দরকার হবে না। দ্বিতীয়ত, রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে এই অক্সিজেন। এখন পর্যন্ত আমাদের হাতে যে প্রযুক্তি আছে, সেগুলো ব্যবহার করে শুধু মঙ্গলে নামা যায়। সেখান থেকে কোন কিছুকে বের করে এনে পৃথিবীতে ফিরিয়ে আনা যায় না। সুতরাং ভবিষ্যতে এই অক্সিজেন জ্বালানি হিসেবে ব্যবহার করে নভোচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে তৃতীয়ত, ভবিষ্যতে মঙ্গল থেকে জ্বালানি নিয়ে আরও দূরের কোনো গ্রহে যাওয়াও সম্ভব হবে। এসব দিক বিবেচনা করে বলা যায়, মঙ্গলে অক্সিজেন উৎপাদন নতুন একটি মাইলফলক।
এবার দেখা যাক, মঙ্গলে অক্সিজেন উৎপাদন না হলে কী সমস্যা হতো। এ ব্যাপারে নাসার জেট প্রোপালশনে গবেষণাগারের বিজ্ঞানী মাইকেল হেক্ট কিছুটা ধারণা দিয়েছেন। একটি রকেটের জ্বালানির জন্য রকেটের ওজনের চেয়ে অক্সিজেনের পরিমাণ বেশি থাকতে হয়। সেই হিসাবে ভবিষ্যতে যদি চারজন নভোচারী মঙ্গলে যেতে চান, তাহলে তাঁদের মোট ১৫ হাজার পাউন্ড (৭ মেট্রিক টন) জ্বালানি এবং ৫৫ হাজার পাউন্ড (২৫ মেট্রিক টন) অক্সিজেনের প্রয়োজন হবে। এ ছাড়া মঙ্গলে থাকাকালেও অক্সিজেনের প্রয়োজন হবে।সে ক্ষেত্রে চারজন নভোচারী এক বছরের জন্য মঙ্গলে অবস্থান করলে তাঁদের এক মেট্রিক টন অক্সিজেন দরকার হবে। তা ছাড়া পৃথিবী থেকে ২৫ মেট্রিক টন অক্সিজেন নিয়ে মঙ্গলে যাওয়াটাও বেশ কঠিন ও ব্যয়বহুল। সুতরাং মক্সিকে ভবিষ্যতে আরও উন্নত করে এক মেট্রিক টন বা তার চেয়ে বেশি অক্সিজেন উৎপাদন করা সম্ভব হলে ওই পরিমাণ অক্সিজেন পৃথিবী থেকে আর টেনে নিতে হবে না। এতে মঙ্গলে যাওয়ার খরচও কমিয়ে আনা সম্ভব হবে। মঙ্গলের পৃষ্ঠে কার্বন ডাই-অক্সাইড থেকে অক্সিজেন উৎপাদন করতে প্রায় ৮০০ ডিগ্রি সেলসিয়াস (প্রায় ১ হাজার ৬০৫ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রার প্রয়োজন হয়। অর্থাৎ মক্সি যন্ত্রটির এই পরিমাণ তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রয়েছে। এই যন্ত্রে থ্রি-ডি প্রিন্টেড নিকেলের সংকর ব্যবহার করা হয়েছে। ফলে উচ্চ তাপমাত্রায় মক্সির কোনো সমস্যা হয় না। যন্ত্রটি ডিজাইন করা হয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষণাগারে।
Blog Link : https://sciencetech26.blogspot.com/
Facebook Group : https://www.facebook.com/groups/230864208943355
Facebook Page : https://www.facebook.com/scitechdaily26
Instagram : https://www.instagram.com/scitechdaily26/
Twitter : https://twitter.com/SicTechdaily2
Pinterest : https://www.pinterest.com/scitechdaily26/
YouTube : https://www.youtube.com/channel/UC3hypIzJcpwRoBuToQzoeUg
Comments
Post a Comment