উত্তর হবে- হ্যাঁ। তবে ব্যাখ্যায় যাওয়ার আগে কিছু কথা জেনে নিই। মশার যে বিরক্তিকর শব্দ আমরা শুনতে পাই, তা সৃষ্টি হয় তাদের ডানা থেকে। তারা যখন খুব দ্রুত (প্রতি সেকেন্ড ২৫০বার) ডানা ঝাপটায় তখন এমন শব্দ সৃষ্টি হয়।
মেয়ে এবং পুরুষ মশা উভয়ই এমন শব্দ সৃষ্টি করে, তবে মেয়ে মশাগুলাে পুরুষ মশার চেয়ে বেশি শব্দ সৃষ্টি করতে পারে। আমরা বেশি শুনতে পাই মেয়ে মশার সৃষ্টি করা শব্দ কারণ এরাই সাধারণত আমাদের রক্ত খায়।আর পুরুষ মশা ফুলের মধু আর উদ্ভিদের
কান্ড থেকে রস খায় তাই এরা আমাদেরকে আক্রমণ করার সম্ভবনা নেই। এখন মূল আলােচনায় যাওয়া যাক, কেন মশা কানের আশেপাশে গুন গুন করে?প্রথমত, মশার দল কানের আশেপাশে গুন গুন করার কারণ তারা এর গন্ধে আকৃষ্ট হয়। আপনি লক্ষ্য করলে বুঝবেন, নাভি ছাড়া আমাদের শরীরের সবচেয়ে নােংরা স্থানের মধ্যে কান একটি। বিশেষত কানের ভেতরের অংশ। যদি কান নিয়মিত পরিষ্কার করা নাহয় তবে কানের মােম তৈরি হয়, যা এক ধরনের গন্ধ সৃষ্টি করে এবং এই গন্ধই তারা পছন্দ করে। আর এ গন্ধের টানেই এরা আপনার কানের কাছে গুন গুন করে।
Blog Link : https://sciencetech26.blogspot.com/
Facebook Group : https://www.facebook.com/groups/230864208943355
Facebook Page : https://www.facebook.com/scitechdaily26
Instagram : https://www.instagram.com/scitechdaily26/
Twitter : https://twitter.com/SicTechdaily2
Pinterest : https://www.pinterest.com/scitechdaily26/
YouTube : https://www.youtube.com/channel/UC3hypIzJcpwRoBuToQzoeUg
Comments
Post a Comment